reporterঅনলাইন ডেস্ক
  ১০ আগস্ট, ২০১৭

স্টামফোর্ড ইউনিভার্সিটি

নতুন ভিসি অধ্যাপক মুহাম্মাদ আলী নকী

স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের বিশিষ্ট আর্কিটেক্ট অধ্যাপক মুহাম্মাদ আলী নকী । তিনি আগামী ৪ বছরের জন্য রাষ্ট্রপতি ও ইউনিভার্সিটির চ্যান্সেলর কর্তৃক এই পদে নিয়োগ পান।

অধ্যাপক মুহাম্মাদ আলী নকী ১৯৮০ সালে এসএসসি এবং ১৯৮২ সালে এইচএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ১৯৮৯ সালে বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণিতে ব্যাচেলর অব আর্কিটেকচার এবং ২০০৪ সালে বুয়েট থেকে একই ডিপার্টমেন্টে এম আর্ক ডিগ্রি অর্জন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক এবং ২০০১ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ সালে স্টামফোর্ড ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টে অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ভবনের ডিজাইনার। তার অসংখ্য গবেষণা রয়েছে এবং বিভিন্ন জার্নালে তার আর্টিকেল গুরুত্বসহকারে ছাপানো হয়েছে। উল্লেখ্য, তিনি সাবেক উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist