reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুলাই, ২০১৭

চুয়েটে ৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রায় পাঁচ হাজার বিভিন্ন জাতের ফলদ চারাগাছ রোপণ করা হবে। আজ ২৫ জুলাই এসব গাছ রোপণ করা হবে। বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় রাউজান উপজেলায় এক ঘণ্টায় সাড়ে চার লাখ গাছের চারা রোপণের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেলা ১১টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় উক্ত কার্যক্রমের উদ্বোধন করবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সব হল এলাকা, আবাসিক এলাকা, একাডেমিক ও প্রশাসনিক ভবন এলাকা, কেন্দ্রীয় খেলার মাঠ ও প্রধান ফটক সংলগ্ন এলাকার চারপাশে এসব ফলদ বৃক্ষ রোপণ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist