ক্যাম্পাস প্রতিবেদক

  ১৮ জুলাই, ২০১৭

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নেপালের ইউজিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নেপালের আট সদস্যের ইউজিসি প্রতিনিধি দল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সাথে সম্প্রতি তার দফতরে এক সৌজন্য সাক্ষাৎ করে। নেপাল ইউজিসির রিসার্চ ডিভিশনের সিনিয়র অ্যাডমিনিসট্রেশন অ্যাসিস্ট্যান্ট সিতারাম ভ্যাটারাই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে প্রফেসর মান্নান প্রতিনিধি দলকে ইউজিসির সংক্ষিপ্ত ইতিহাস ও কর্মকা- এবং বাংলাদেশের উচ্চশিক্ষার সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে উচ্চশিক্ষার সম্প্রসারণ ঘটেছে কিন্তু বর্তমানে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা। উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ইউজিসি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিরলভাবে কাজ করে যাচ্ছে। ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় দক্ষ গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে মানসম্মত শিক্ষা প্রদান করছে। গুণগত মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরির জন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যোগ্যতাসম্পন্ন শিক্ষক খুবই প্রয়োজন। ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি এবং ইউজিসি সচিব ড. মো. খালেদ এ সময় উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist