ক্যাম্পাস প্রতিবেদক

  ১৮ জুলাই, ২০১৭

স্কলাসটিকা স্কুলের ‘ও’ লেভেলের স্নাতকোত্তর শিক্ষার্থীদের সংবর্ধনা

স্কলাসটিকা স্কুলের ‘ও’ লেভেলের স্নাতকোত্তর শিক্ষার্থীদের সংবর্ধনা গত বুধবার মিরপুরে অবস্থিত স্কুলের এসটিএম হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। বিশেষ অতিথি ছিলেন এডকমের ম্যানেজিং ডিরেক্টর এবং স্কলাসটিকা স্কুলের প্রাক্তন ছাত্র নাজিম ফারহান চৌধুরী।

এ সময় মাহফুজ আনাম দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা নিজেরা গড়ে ওঠ, তাহলেই দেশ গড়ে উঠবে। তোমরা একেকজন দেশের জন্য উদাহরণ হয়ে উঠলে দেশে অসংখ্য উদাহরণ তৈরি হবে।’ এছাড়া লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা জগতের রাজ-রাজাদের যেমন মনে রাখি, তেমনি কবি-সাহিত্যিক শিল্পী দার্শনিকদেরও আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।’

অনুষ্ঠানে সিনিয়র ক্যাম্পাস মিরপুর সেকশনের প্রধান ফারাহ সোফিন আহমেদ গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, স্কলাসটিকায় স্নাতকরা তাদের এই দীর্ঘ যাত্রায় অনেক কিছু অর্জন করেছেন, যা ভবিষ্যতে তাদের কর্মজীবনে সহায়ক হবে।’

প্রসঙ্গত, এ বছর ১৭৬ স্নাতককে বিভিন্ন বিভাগে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গ্র্যাজুয়েটদের মধ্যে শাফকাত ওয়াহিদ প্রীতিম, গাজী সিরাটুল রকিব ও এসএম জারিফ তাহমিদ দুটি বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। এছাড়া ফারিয়া তানসিকা মান্নান, লাবিবা, জুবায়ের ইবনে হাবিব, নাফিসা মালিহা, রিয়ান সায়ের গাফুর, মাহির আল শাহরিয়ার, সারিনা রহমান ও রামিসা ফারিহা মালিক একটি বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist