reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জুলাই, ২০১৭

নর্দান ইউনিভার্সিটিতে কর্মসংস্থানবিষয়ক সেমিনার

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) ‘ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান বিষয়ক’ এক সেমিনার গত সোমবার অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোভারটিস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড ডা. রিয়াদ মামুন প্রধানী। সেমিনারে বক্তারা নর্দান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘আপনারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ, এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের কল্যাণ বয়ে আনবেন এবং নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করে ফার্মাসিউটিক্যালস শিল্পে অবদান রাখবেন বলে আমরা আশা করি।’

সেমিনারে নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার মো. রাশিদুল ইসলাম, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয় পরিচালক লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী ও ফার্মেসি বিভাগের হেড প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist