reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০১৭

সিইউবিতে আইডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত

আইসিটি ডিভিশন বাংলাদেশ ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) যৌথ উদ্যোগে ‘মোবাইল গেমস অ্যান্ড অ্যাপস ডেভেলপমেন্ট’ শীর্ষক আইডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বনানী ক্যাম্পাসে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর উইলিয়াম এইচ ড্যারেঞ্জার এবং বিশেষ অতিথি ছিলেন স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রজেক্টের ডিরেক্টর ও আইসিটি ডিভিশনের ডেপুটি সেক্রেটারি রণজিৎ কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্কুলের হেড এসএম আরিফুজ্জামান।

ওয়ার্কশপ পরিচালনা করেন স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রজেক্টের ম্যানেজমেন্ট কনসালট্যান্ট ড. মুহাম্মাদ জানে আলম রাবিদ। তিনি বলেন, বিশেষ এই প্রজেক্ট বাস্তবায়নে বাংলাদেশ সরকার যে ৩৮টি সরকারি ও বেসরকারি বিশ^বিদ্যালয়কে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অন্যতম। এই প্রজেক্টের মূল লক্ষ্য হচ্ছে, মোবাইল গেমস ও অ্যাপস তৈরিতে বাংলাদেশি ডেভেলপারদের বিশ^ব্যাপী প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা। দিনব্যাপী এ ওয়ার্কশপে কানাডিয়ান ইউনিভার্সিটির ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist