reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৭

আইইউবিতে আদিবাসীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটির মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মধুপুরের মান্দি আদিবাসীদের একটি দল আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করে।

অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। বাংলাদেশের আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন ড. মাহবুব আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান তৌহিদ সামাদ। অনুষ্ঠানে আদিবাসীদের ঐতিহ্যবাহী ৯টি নাচ ও তিনটি গান পরিবেশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- জুম নাচ, চাংবি নাচ, শিকার ও বোতল নাচ। গানের মধ্যে উল্লেখযোগ্য ছিল চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় দেশাত্মবোধক ও মানুষের হৃদয়ের অনুভূতি নিয়ে বিভিন্ন গান। আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপ-উপাচার্য, ডিন, শিক্ষক, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist