reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৭

ইউল্যাবের ফলক উন্মোচন

শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ ইউনিভার্সিটি ল্যাবরেটরি (ইউল্যাব) স্কুল ও কলেজের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ফলক উন্মোচন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম এবং সরকারের অতিরিক্ত সচিব ও ইউলেসার সভাপতি নাঈম আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাবিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সেলিনা বানু, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীরা।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্ব উপলব্ধি করে অর্থায়ন করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধাকে অপব্যবহার করা যাবে না। যে মেধা দেশের জন্য ক্ষতিকর সে মেধার প্রয়োজন নেই, মেধাকে পরিশীলিত করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষা হচ্ছে নিজের জন্য। মন্যুষত্ববোধ থাকতে হবে। উপাচার্য শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেট অর্জন করা নয়, প্রকৃত শিক্ষা লাভ করে পরিপূর্ণ মানুষ হওয়ার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist