reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০১৭

বিইউতে সেমিনারে বক্তারা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকে জড়িয়েছে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশঙ্কাজনক হারে বিভিন্ন ধরনের প্রাণঘাতী মাদকে জড়িয়ে পড়ছে। সন্তানদের মাদকনির্ভরতার কারণে অভিভাবকদের দুশ্চিন্তা-উৎকণ্ঠার শেষ নেই। গত বুধবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) মিলনায়তনে অনুষ্ঠিত ‘জীবনের জন্য মাদককে না বলুন’ শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তি মানসিক এবং মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রধান মনোচিকিৎসক অধ্যাপক নাজ করিম। বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৪১তম ব্যাচের দুই বছর পূর্তি উপলক্ষে ওই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এমএ গোলাম দস্তগীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রজন্ম লীগের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান মো. সাদিক ইকবাল এবং ইংরেজি বিভাগের প্রভাষক সুবর্ণা সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য ড. আনোয়ারুল হক শরীফ। মূল প্রবন্ধে অধ্যাপক নাজ করিম বলেন, বর্তমানে শিক্ষার্থীদের কাছে মাদকদ্রব্য সহজলভ্য হয়ে পড়েছে। বিত্তবান পরিবারের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে মাদকে আসক্ত হয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে নিবিড় তদারকি এবং নিয়মিত ড্রাগ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে হবে।

সভাপতির বক্তব্যে বিইউর উপাচার্য ড. আনোয়ারুল হক শরীফ বলেন, ‘মাদকের আগ্রাসন থেকে রক্ষা পেতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড্রাগ টেস্ট করা দরকার। তাহলে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। আমরা মনে করি, সরকারি-বেসরকারি যেকোনো চাকরিতে ঢোকার সময়ই প্রতিটি প্রার্থীকে ডোপ টেস্টের আওতায় আনা উচিত।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist