reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মার্চ, ২০১৭

আশা ইউনিভার্সিটিতে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে আশা ইউনিভার্সিটি ও বাংলাদেশ মহিলা পরিষদ যৌথভাবে ‘অর্থনীতিতে নারী-পুরুষের সম অধিকার, ৫০:৫০ বিশ্ব গড়ার অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। আশা ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অ্যাপ্লাইড সোসিওলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আহসান হাবিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. একেএম হেলাল উজ জামান। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার এবং রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আক্তার হোসেইন, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক বিভাগের সম্পাদক রেখা সাহা, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদ সম্পাদক রীনা আহমেদ। অ্যাপ্লাইড সোসিওলজি বিভাগ, আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিনিয়র লেকচারার রওশন আরা রুমকি স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাডমিন অফিসার এবং বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য মালেকা হুরাইন পারভীন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় নারীকে আইনগত অধিকার, বিনিয়োগের অধিকার ও তাদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং সব অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist