reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

বাকৃবিতে সম্মেলনে গবেষকরা

সুরক্ষা কৃষি ব্যবস্থাপনায় ফলন বাড়বে ৪০ শতাংশ

সনাতন পদ্ধতিতে জমি চাষাবাদের ফলে জমির উর্বরতা ও মাটির স্বাস্থ্যহানি ঘটছে। বৃদ্ধি পাচ্ছে উৎপাদন খরচ আর দেখা দিচ্ছে শ্রমিক স্বল্পতা। এসব সমস্যা সমাধানে সুরক্ষা কৃষি পদ্ধতি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ক্ষুদ্র যন্ত্রপাতি ব্যবহার করে স্বল্প চাষের মাধ্যমে লাভজনকভাবে ফসল ফলানো সুরক্ষা কৃষির মূল বৈশিষ্ট্য।

এ পদ্ধতি ব্যবহার করে কম খরচে বেশি জমি চাষের আওতায় এনে এদেশের ক্ষুদ্র কৃষকরা হেক্টরপ্রতি ৫০ হাজার টাকা অতিরিক্ত আয় করতে পারবে। ফসল ভেদে ফলন বাড়বে প্রায় ৪০ শতাংশ, ফসল উৎপাদন খরচ কমবে ৫০ থেকে ৮৫ শতাংশ এবং শ্রমিক খরচ কমবে ১৫ থেকে ৫৫ শতাংশ। মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এশিয়ার ক্ষুদ্র কৃষকদের জন্য সুরক্ষা কৃষি পদ্ধতির উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান গবেষকরা। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল রিসার্সের (এসিআইএআর) অর্থায়নে বিগত এক দশকে এ গবেষণা পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন এসিআইএআরের অনুষ্ঠান ব্যবস্থাপক ড. ইভান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ভাগ্যরানী বণিক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী, অস্ট্রেলিয়ান হাই কমিশনারের প্রতিনিধি ড. প্রিয়াঙ্কা চৌধুরী। সম্মেলন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপেডে সুরক্ষা কৃষি পদ্ধতির বিভিন্ন যন্ত্র প্রদর্শন ও মেলা শুরু হয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist