reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি, ২০১৭

বাউয়েটে গণিত ও ইংরেজির বুনিয়াদি কোর্স

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) কাদিরাবাদ সেনানিবাস স্থায়ী ক্যাম্পাসে গত মঙ্গলবার সামার সিমেস্টার-২০১৭ ব্যাচে ভর্তিকৃত নবাগত ছাত্রছাত্রীদের বুনিয়াদি কোর্সের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার এএইচএম শহীদউল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত শিক্ষাবান্ধব। আমাদের শিক্ষক-শিক্ষিকারা খুবই যোগ্য, দক্ষ এবং নিবেদিতপ্রাণ। ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য তারা সদা প্রস্তুত। নবাগত ছাত্রছাত্রীদের গণিত ও ইংরেজি ভিত্তি মজবুত করা এবং ভীতি দূর করার জন্য বিনা খরচে এই কোর্স চালু করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে. কর্নেল (অব.) জিএম আজিজুর রহমান, অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, প্রক্টর সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. আকরামুল আলীম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নাজমুল হুদা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হামিদুর রহমান, রসায়ন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক, ড. মো. সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন) মেজর (অব.) মো. জুলফিকার হায়দার, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম এবং অন্যান্য বিভাগের শিক্ষকম-লী, ছাত্রছাত্রী ও কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. মোশারফ হোসেন নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন এবং বিভাগীয় শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাদের নবাগত ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন) মেজর (অব.) মো. জুলফিকার হায়দার। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের বিশ^বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানÑ শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি ঘুরিয়ে দেখান। উল্লেখ্য, দুই সপ্তাহের গণিত ও ইংরেজি বুনিয়াদি কোর্স শেষে আগামী ১ মার্চ ২০১৭ তারিখ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist