নাফিজা মৌ

  ১৯ জানুয়ারি, ২০১৭

স্বপ্ন যখন সত্যি

ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম শীতের দেশের তুষারপাত দেখব। কিন্তু কীভাবে তা জানা ছিল না। অথচ সেই স্বপ্নটি সত্যিই পূরণ হলো আমার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উইন্টার ক্যাম্পে ২২ সদস্যের একটি দলের সফর ছিল সুদূর চীনের হেনান প্রদেশের সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভারসিটিতে। আমিও ছিলাম সফরকারী দলের একজন সদস্য। গত বছরের ৯ নভেম্বর আমরা চীনের উদ্দেশে রওনা হই। ১৫ দিনের এই ক্যাম্পে আমাদের চাইনিজ ভাষা শেখা, কুংফু ও কালচারাল এক্সচেঞ্জ ছিল মূল উদ্দেশ্য। পড়ন্ত হেমন্তের পাতা ঝরার সময়ে চীনের দৃশ্য চোখে না দেখলে উপলব্ধি করা যায় না। চপস্টিকস দিয়ে নুডুলস ও শুষি খাওয়ার কী যে মজা! জিভে জল আনে বেইজিং ডাক। চীনা ভাষার ক্যালিওগ্রাফি, চীনা ইতিহাস, কেইফাং, শাওলিন টাম্পাল, ১৭০০ মিটার উঁচুতে শিঞ্জু মাউন্টেইন সফর আর নতুন নতুন ভাষা শিখে চাইনিজ ফ্রেন্ড বানানো ছিল এক অন্যরকম আনন্দ।

পনের দিনের সফরের পুরোটাই ছিল জয় করতে পারার আনন্দ। আমার রুমমেটরা ছিল লাওসের। ১৫ দিনে চীনা ভাষা শেখার পাশাপাশি আমি লাওসের কয়েক ধরনের শব্দ আয়ত্ত করতে পেরেছি। ক্যাম্পে শেষের চার দিনে শীতের প্রকোপ বাড়তে থাকে। মাইনাসের দিকে যেতে থাকে আবহাওয়া। পুরো শীতের কাপড়ে মুড়ে থাকতাম আমরা। ডরমিটরি থেকে ডাইনিং পর্যন্ত যেতে আমরা যেন ঠা-ায় বরফ হয়ে যেতাম। ২৪ তারিখে বাংলাদেশে আসার আগের দিন ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি এক ম্যাজিক। আকাশ থেকে তুষারপাত হচ্ছে। আনন্দে আমার চোখে পানি এসে গেল। বন্ধুদের নিয়ে আনন্দে মেতে উঠলাম।

লেখক : অ্যাপ্রেনটিস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist