reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০২০

ইউল্যাবে করোনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক আলোচনা

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মায়ার সাথে যৌথভাবে একটি বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের বিষয় ছিল করোনায় তরুণদের মানসিক স্বাস্থ্য। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। অনুষ্ঠান পরিচালনা করেন মায়ার সিনিয়র মেন্টাল হেলথ কাউন্সেলর মনজিয়া মোস্তাক। করোনাভাইরাসের দীর্ঘমেয়াদী প্রাদুর্ভাবের ফলে তরুণ শিক্ষার্থীদের মানসিক চিন্তার পরিবর্তন ঘটছে। এই মানসিক চিন্তার পরিবর্তনকে একজন শিক্ষার্থী কীভাবে সামলাবেন এবং মানসিকভাবে ভালো থাকবেন তা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক মেহতাব খানম।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close