reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জুন, ২০২০

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়

করোনার কারণে সামার সেমিস্টারে সব শিক্ষার্থীর টিউশন ফির ওপর ১০ শতাংশ স্পেশাল ওয়েভার (বিশেষ ছাড়) ঘোষণা দিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। সাভারের আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ২০ জুন শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনার কারণে ক্লাস বন্ধ থাকলেও অনলাইনে পরীক্ষা এবং সামার সেমিস্টারের ভর্তি কার্যক্রম চলছে ইস্টার্ন ইউনিভার্সিটিতে। এ কারণে ইউনিভার্সিটির বিভিন্ন অফিসের কার্যক্রমও চলছে পুরোদমে।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন জানান, যেসব শিক্ষার্থী এরই মধ্যে ৫০ শতাংশ ওয়েভার পেয়ে আসছিলেন, তারাও টিউশন ফির ওপর ১০ শতাংশ স্পেশাল ওয়েভার সুবিধা পাবেন। উপাচার্য বলেন, ‘আমরা আশুলিয়ায় আমাদের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছি। সবই হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। এটি আমাদের জন্য অনেক বড় বিষয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় এবং নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে পরীক্ষা গ্রহণসহ অন্যান্য কার্যক্রমও পরিচালনা করছি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close