ইবি প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

ইবিতে রংতুলিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রঙের ছোঁয়ায় বাংলাদেশের প্রকৃতি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চিত্র ফুটিয়ে তোলে কোমলমতি শিক্ষার্থীরা।

‘বঙ্গবন্ধুর জন্মদিন রং ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপুর ১২টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মামুনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমরা বঙ্গবন্ধুকে শুধু খাতার পৃষ্ঠায়ই আঁকব না, আমরা মনেও বঙ্গবন্ধুকে আঁকব। প্রজন্ম থেকে প্রজন্ম বঙ্গবন্ধুকে লালন করব। এই মানুষটি যেভাবে এই দেশকে সৃষ্টি করে গেছেন, সেটিকে আমাদের মননে মগজে ধারণ করতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তিন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ ক্যাটাগরিতে শিশু শ্রেণি হতে দ্বিতীয় শ্রেণির বিষয় গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, ‘খ’ ক্যাটাগরিতে তৃতীয় শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত নদী মাতৃক বাংলাদেশ এবং ‘গ’ ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close