reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০২০

জাককানইবিতে ‘টেক স্কুল’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে অসামান্য অবদান রাখার অভিপ্রায়কে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে সম্প্রতি যাত্রা শুরু করেছে ‘টেক-স্কুল’। নতুন এই উদ্যোগটির কার্যক্রম সম্পর্কে ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক রাহাত তালুকদার জানান, ক্যারিয়ার ক্লাব টেক স্কুলের আওতায় মূলত গ্রাফিক্স ডিজাইনিং, মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাডভান্সড এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওয়েব ডেভেলপিং ও ভিডিও এডিটিং সহজেই শিখতে পারবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত যেকোনো শিক্ষার্থী নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করে এই টেক স্কুলের প্রশিক্ষণ সুবিধা নিতে পারবেন। ঢাকা ও ময়মনসিংহের অভিজ্ঞ করপোরেট ট্রেইনারদের মাধ্যমে নামমাত্র ফি দিয়ে মানসম্মত ট্রেনিংয়ের ব্যবস্থা করায় হবে স্কুলটির প্রধান উদ্দেশ্য। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে দীর্ঘদিন যাবৎ কাজ করা এই সংগঠনটির ভিন্নধর্মী এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ক্লাবটির সভাপতি হায়দার আলি খান জানান, শিক্ষা সাহিত্য ও সমৃদ্ধিতে ক্রমাগত এগিয়ে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। অবস্থানগত বাধা সেখানে শিক্ষার্থী দের অগ্রযাত্রার অন্যতম অন্তরায়। বিশ্ববিদ্যালয়টির অবস্থান রাজধানী থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত হওয়ায় ইচ্ছা সত্ত্বেও একাডেমিকের পাশাপাশি নেই তেমন মানসম্মত প্রযুক্তিগত ট্রেনিংয়ের ব্যবস্থা। ঢাকা ও ময়মনসিংহের অভিজ্ঞ ট্রেইনারদের মাধ্যমে নামমূল্যে নিজ ক্যাম্পাসেই মানসম্মত ট্রেইনিং প্রদানের সুযোগ করে দিবে ‘টেক-স্কুল’ সংগঠনটি। একই সঙ্গে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বিদেশি ভাষার দক্ষতা অর্জনে অচিরেই চালু হবে ‘ল্যাঙ্গুয়েজ স্কুল’। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close