reporterঅনলাইন ডেস্ক
  ০৪ এপ্রিল, ২০২০

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে করোনা সচেতনতা বিষয়ক সেমিনার

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির আইকিউএসি কনফারেন্স হলে ‘করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. ইফ্ফাত জাহান, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন, অধ্যাপক ড. এ জে এম ওমর ফারুক। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির প্রাণরসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. বিধান চন্দ্র সরকার। প্রধান অতিথির বক্তব্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাইকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস জনিত রোগটির প্রতিরোধ সম্পর্কে সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানান। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এর প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহমিদা খানম তিনি করোনাভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে প্রত্যেককে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে বার বার সাবান দিয়ে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহার করার আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close