reporterঅনলাইন ডেস্ক
  ৩০ মার্চ, ২০২০

সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ফেস্টিভ্যালে ডিআইইউর ২ শিক্ষার্থী

১৩তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ফেস্টিভাল-২০২০ এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী মাহফুজ কাদরী (কম্পিউটং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ) এবং ইলিয়াস নবী ফয়সাল (ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ) যোগদান করে নাচে (লোকনৃত্য ও আঞ্চলিক সংমিশ্রণ) গানে পুরো উৎসবকে মাতিয়ে তোলে। সম্প্রতি ২০২০ ভারতের কুরুক্ষেত্র ইউনিভার্সিটির স্বাগতিকতায় এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপপরিচালক নাহিদ সুলতানার নেতৃত্বে বাংলাদেশ থেকে ৩৭টি বিশ্ববিদ্যালয়ের ৯৭ সদসস্যের প্রতিনিধি দল এ উৎসবে অংশ নেয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ২০০৬ সাল থেকে এ ফেস্টিভালের আয়োজন করে আসছে। এবারের উৎসবে ভারত পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মরিসাস ও আফগানিস্তানসহ ১০টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close