reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২০

শাবিতে লেখক সম্মেলন অনুষ্ঠিত

গ্রন্থী’ প্রকাশনীর তিন দশক পূর্তিতে ৭০-এর অধিক দেশবরেণ্য কবি, লেখক ও সাহিত্যিকদের অংশগ্রহণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গ্রন্থী লেখক সম্মেলন ২০২০’ অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থী প্রকাশনী ও দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক গবেষণাধর্মী পত্রিকা ‘অবিদ্যা’র সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

১৩ মার্চ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমাদের দেশের প্রকৃতি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস মানুষের কাছে তুলে ধরতে আপনাদের হাত চলে অবিরত। আমরা গর্বিত যে বাংলা সাহিত্যকে এ পর্যায়ে নিয়ে আসতে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য আপনাদের সাধুবাদ জানাই।’ এ সময় লেখক সম্মেলনের মতো আয়োজনের ফলে বাংলা ভাষা ও সাহিত্যচর্চা আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেন উপাচার্য। অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জফির উদ্দিন সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রন্থী প্রকাশনীর সম্পাদক শামীম শাহান। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, লেখক ও সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠানে গ্রন্থীর ৫ম সংকলনের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। সকাল থেকে দিনব্যাপী এ সম্মেলন তিনটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। অধিবেশনগুলোতে যথাক্রমে ‘তিন দশকে গ্রন্থী’, ‘ছোট কাগজ, এ সময়ে’ ও ‘একালের সাহিত্য : গতি ও প্রকৃতি’ নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া তিন পর্বে উপস্থিত কবিদের কণ্ঠে ‘কবিকন্ঠে কবিতা পাঠ’ অনুষ্ঠিত হয়। পরে বিকালে সম্মেলন শেষে আড্ডা ও সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close