reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২০

একাত্তরের গণহত্যা নিয়ে ইউল্যাবে তথ্যচিত্র প্রদর্শনী

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগের উদ্যোগে ‘মার্সিলেস মেইহেম : দ্য বাংলাদেশ জেনোসাইড থ্রু পাকিস্তানি আইজ তথ্যচিত্রটি সম্প্রতি প্রদর্শিত হয়। ইউল্যাবের অধ্যাপক আবদুল মান্নান তথ্যচিত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। ইউল্যাব আয়োজিত বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এই তথ্যচিত্রের পরিচালক ফুয়াদ চৌধুরী অত্যন্ত দক্ষতার সঙ্গে ১৯৭১ সালের গণহত্যা ও ১৯৭০-এর পাকিস্তানি সামরিক শাসনের ষড়যন্ত্রসহ ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর সাক্ষাৎকার তুলে ধরেছেন বলে দাবি করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউল্যাব জেনারেল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক শাহনাজ হোসনে জাহান। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close