reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২০

কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘ইইই’ ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিইউবি) সম্প্রতি ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের ¯্রংি-২০২০ সেমিস্টারের ওরিয়েন্টেশন বিশ^বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম এবং অর্থ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আরফিন আরা বেগম। শিক্ষার্থীদের উদ্দ্যেশে বিশেষ বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহনুল হাসান খান এবং সমাপনী বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইনজ। সিইউবির সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও ইইই বিভাগের প্রধান ড. মো. শাহরুখ আদনান খান অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আনুষ্ঠিানিক উদ্বোধন করেন রেজিস্ট্রার দিলদার আহমেদ। উপস্থিত ছিলেন ট্রেজারার শেখ মোজাফফর হোসেন, বোর্ড অব ট্রাস্টিজের এ্যাডভাইজার প্রফেসর ড. নজরুল ইসলাম, বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন প্রধান ও এ্যাসোসিয়েট প্রফেসর এস এম আরিফুজ্জামান, হেড অব অ্যাডমিশন ওয়াকি তাসনিম চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিএসই ডিপার্টমেন্ট প্রধান শাহ রেজা ফাহাদ হোসেন, ন্যাচারাল সায়েন্স বিভাগের প্রধান ওয়ালিদ বিন কাদের, ল’ বিভাগের প্রধান আল ফরহাদ বিন কাশেম, ফিন্যান্স ডিভিশনের ডেপুটি ডিরেক্টর মামুনুর রশিদ, হেড অব আইটি শরিয়ত উল্লাহ প্রিন্স, ইইই বিভাগের সিনিয়র লেকচারার মামুনুর রহমান, লেকচারার লামিয়া রহমান এবং পাভেল শিকদারসহ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close