ইবি প্রতিনিধি

  ১৯ মার্চ, ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন দিবস পালিত

‘দুর্নীতিমুক্ত আইনের শাসন, প্রতিষ্ঠা করবে লোকপ্রশাসন’ স্লোগান সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, পিঠা উৎসব, আন্তঃসেশন খেলা, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে বিভাগটি।

বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই র‌্যালি যাত্রা করে। র‌্যালির নেতৃত্ব দেন বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু। দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন, খেলায় বিজয়ী ও বিভাগের সর্বোচ্চ রেজাল্টধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচন সভা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামন, প্রফেসর গিয়াস উদ্দিন, প্রফেসর ড. লুতফর রহমান, প্রফেসর ড. মুন্সি মুর্তুজা আলী, প্রফেসর ড. ফকরুল ইসলাম, সহযোগী অধ্যাপক এসএম শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close