reporterঅনলাইন ডেস্ক
  ১১ মার্চ, ২০২০

১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাবি শিক্ষক সমিতির নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা।

পুষ্পস্তবক অর্পণকালে শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহসভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক সৌরভ রায়, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জায়েদা শারমিন, সদস্যদের মধ্যে অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী, সহকারী অধ্যাপক মেহেদী হাসান নাহিদ, সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, প্রভাষক এস এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি স্থিতিশীলতা রক্ষার্থে নিয়ম অনুযায়ী আমরা কাজ করতে চাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট সার্বিক বিষয়ে আমরা সচেতন থাকব। আমরা বিশ্ববিদ্যালয়কে আরো সমৃদ্ধ করার পাশাপাশি এগিয়ে নিতে চাই।’ এ সময় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক দিক থেকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত কমিটির নেতারা। পুষ্পস্তবক অর্পণের আগে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন শিক্ষক সমিতির নেতারা। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভের পর গত ২৫ ফেব্রুয়ারি সদ্য সাবেক কমিটি নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close