reporterঅনলাইন ডেস্ক
  ০২ মার্চ, ২০২০

কুবিতে বন্ধুর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ’ এই স্লোগান সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বন্ধুর সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুর প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার; প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন; বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান; শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ; বন্ধুর সভাপতি আবেদীন কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বন্ধুর সভাপতি আবেদীন কবির বলেন, ‘চার বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। গত বছর আমরা ৮০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। এবারে আমাদের লক্ষ্য হচ্ছে এক হাজার জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা। বাংলাদেশে প্রতি বছর অনেকে রক্ত না পেয়ে মারা যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যাতে রক্ত না পেয়ে মারা না যায়। এ ছাড়াও আমরা বিভিন্ন জাতীয় দিবসে সেমিনার করে থাকি বিভিন্ন রোগবালাই নিয়ে যাতে মানুষ সচেতন হতে পারে।’ উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘যে রক্ত দিতে পারে তার আনুগত্য বা বিশ্বাস নিয়ে কোন প্রশ্ন করা যায় না। রক্তদান খুব কঠিনতম একটা কাজ। যে কখনও রক্তদান করেনি সে এটা উপলব্ধি করতে পারবে না। আমি এটা করেছি আমি বুঝি। তোমরা নিঃসন্দেহে একটা ভালো কাজ করছো। আর রক্তদানের মাধ্যমে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়। আর এই ভালো সম্পর্কটা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close