reporterঅনলাইন ডেস্ক
  ০১ মার্চ, ২০২০

বসন্ত আয়োজনে জাককানইবি শিশুদের উচ্ছ্বাস

দিনভর নানা আয়োজনে আড্ডা-গান আর শিশু স্বাস্থ্যবিষয়ক ক্যাম্পেইনেরর মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বসন্ত উৎসবে মেতেছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উইমেন পিস ক্যাফে। উৎসব আয়োজনে শিশুদের আনন্দ একেবারে অকৃত্রিম আর মায়াময় আর তাই শিশুদের হাসিতে শান্তির বার্তা একটু ভিন্নমাত্রায় বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে ইউমেন পিস ক্যাফে এবং নির্ভয় ফাউন্ডেশনের যৌথ অংশগ্রহণে ‘নতুন কুঁড়িদের জন্য ভালোবাসা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেন তারা। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফাল্গুনের রঙ ছড়িয়ে দিয়ে ভালোবাসায় কাছে টেনে নিয়ে হাসিমুখের শান্তি বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন।

তারা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা, আড্ডা, গান, শিশু স্বাস্থ্যবিষয়ক ক্যাম্পেইন এবং খাবার বিতরণ করেন। এ সময় নির্ভয়ের উপদেষ্টা ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান মো. বাকীবিল্লাহ, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আসিফ ইকবাল আরিফ এবং লোক পরিচালনা ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর মো. অলি উল্লাহসহ নির্ভয় কেন্দ্রীয় কমিটি ও জাককানইবি কমিটির সদস্য, উইমেন পিস ক্যাফের সদস্য ও অন্যান্য ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উইমেন পিস ক্যাফে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারী ক্ষমতায়ন, নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে একটি প্লাটফরম হিসেবে বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close