reporterঅনলাইন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

জবিতে সাংবাদিকতার বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ে (জবি) সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা গত ৯ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এ সময় উপাচার্য বলেন, সাংবাদিকদের তথ্য জানার ক্ষেত্রে স্মার্ট হতে হবে। স্মার্টনেস এই সাংবাদিকদের বড় পরিচয় কারণ, যে সাংবাদিক যত বেশি তথ্য জানেন তিনি তত বেশি স্মার্ট হবেন। তিনি আরো বলেন, আমাদের নৈতিকতার দিক থেকে আরো বেশি শক্তিশালী হতে হবে। জানার ক্ষেত্রে অবশ্যই অবিশ্বাস দিয়ে শুরু করতে হবে, যা আমরা আসল সত্য পর্যন্ত পৌঁছাতে পারি। আমরা এখন যা কিছু জানি, তা আপাত সত্য। হয়তো সত্যের কাছে আমরা পৌঁছাতেই পারিনি। কর্মশালার প্রথম সেশনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দিন। তিনি সাংবাদিকতা কী এবং কেন প্রয়োজন, সিটিজেন সাংবাদিকতা নিয়ে কথা বলেন। কর্মশালাটি সাতটি সেশনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংবাদ বিশ্লেষণ, ফিচারের গঠন, নানামাত্রিক দিক ও কৌশল, সাংবাদিকতার দৌড় ও ডিজিটাল নিরাপত্তার আইন, ক্যাম্পাস সাংবাদিকতার পেশা ও নেশা বিষয় নিয়ে কথা বলেন বিভিন্ন অনলাইন, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার অতিথি সাংবাদিকরা। জবি প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জগেশ রায়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা বিডি নিউজটোয়েন্টিফোর ডটকমের রাজনৈতিক প্রতিবেদক কাজী মোবারক হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ডেইলি অবজারভারের প্রতিবেদক হেদায়েত উল্লাহ খান, সাবেক সাধারণ সম্পাদক এনটিভি অনলাইনের রাজনৈতিক প্রতিবেদক ফখরুল ইসলাম শাহীন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close