reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২০

ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং-এর উদ্যোগে ‘Plagiarism: Ethical Aspects & Remedy in Higher Education” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গত ১৩ ফেব্রুয়ারি মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান। এতে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন আলোচনা করেন। এ সময় সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এ টি এম সামছুজ্জোহা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা এই কর্মশালায় অংশ নেন। সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close