reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০২০

র‌্যাগিংয়ের প্রতিবাদে জাককানইবির শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) দুই শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনকারীদের দুষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৯ ফেব্রুয়ারি রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘জয়বাংলা’ ভাস্কর্যের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সংগঠন। তারা র‌্যাগিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক নির্যাতন ও হেনস্তা বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। র‌্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, র‌্যাগিংয়ের ঘটনায় এরই মধ্যে প্রশাসন কমিটি গঠন করে কাজ করছে। শিগগিরই প্রশাসনিকভাবে সিদ্ধান্ত আসবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি র‌্যাগিংয়ের শিকার হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীর অসুস্থ হওয়ার অভিযোগ ওঠে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close