reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০২০

জাককানইবিতে সরস্বতী পূজা উদ্‌যাপিত

উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সরস্বতী পূজা উদ্‌যাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় বাণী অর্চনা, দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, আর্তি, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্তি প্রতিযোগিতাসহ নানা আয়োজনে সাজানো হয়েছিল এবারের পূজা উৎসব। উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন। আগত দর্শনার্থী ও শিক্ষার্থীদের সরস্বতী পূজা ও মুজিববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন, ‘সব ধর্ম মানবতার কথা বলে, সুন্দরের কথা বলে, অখ- মানবতাবাদী জীবন দর্শনের কথা বলে, সব মানুষ এক। তাই বিদ্যা দেবীর কাছে আমার প্রার্থনা আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ওপর তিনি তার আশীর্বাদ বর্ষণ করবেন।’ এ সময় আরো উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. বিজয় ভূষণ দাস, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার, তন্বী সাহা, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার সরকার, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জিসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close