এ আর রাশেদ, ইবি

  ১১ ফেব্রুয়ারি, ২০২০

ইবিতে বঙ্গবন্ধু নিয়ে পত্র লিখন প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে পত্র লিখন, পঠন ও প্রেরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে ২৭ জানুয়ারি সোমবার ক্যাম্পাসে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে বিশ^বিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘লন্ঠন’। এ উপলক্ষে বেলাল ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লণ্ঠনের সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে পত্র লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তিন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পত্র পাঠ ও এরপর চিঠিগুলো বেলুনের সাহায্যে উড়িয়ে দেওয়া হয়। লণ্ঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উল্লেখ্য, ‘মেধা ও মননে প্রগতিশীল বাংলাদেশ’ এ স্লোগান সামনে রেখে ২০১৩ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে ক্যারিয়ারভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লণ্ঠন’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close