reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২০

শাবিপ্রবি ‘নোঙর’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম মিউজিক্যাল বিষয়ক সংগঠন ‘নোঙর’-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ২৬ জানুয়ারি রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ই-এর সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা পহিল, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিজ-এর সঙ্গে জড়িত থাকলে নিজেদের অন্যদের চেয়ে এগিয়ে রাখা যায়। তাই পড়াশোনার পাশাপাশি নোঙরের সঙ্গে থেকে কাজ করার আহ্বান জানান বক্তরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close