reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২০

ঢাবিতে ডাকসুর উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ^বিদ্যালয় এস্টেট অফিসের যৌথ উদ্যোগে বছরব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১২ জানুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা বিশ^বিদ্যালয়কে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস বিনির্মাণ করার লক্ষ্যে এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা সিকদার ও ফরিদা পারভিনসহ ডাকসুর অন্য নেতৃবৃন্দ এবং এস্টেট অফিসের ভারপ্রাপ্ত ম্যানেজার সুপ্রিয়া দাস উপস্থিত ছিলেন। বছরব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডাকসুর সদস্য মুহা. মাহমুদুল হাসান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close