reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২০

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদসংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

পরে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ। অনুষ্ঠান আরো বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদশ চন্দ্র সামন্ত প্রমুখ। বক্তারা এ সময় বঙ্গবন্ধুর পাকিস্তান থেকে মুক্তিলাভ ও দেশে ফেরার ইতিহাস নিয়ে বিশদ আলোচনা করেন। পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে পবিপ্রবি শাখা ছাত্রলীগ। শোভাযাত্রা শেষে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শেরেবাংলা হল-২ শাখার সভাপতি মেহেদী সজীব, পবিপ্রবি শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম রোমিও, ক্রীড়া সম্পাদক মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম হিমেল, রাশেদ ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ইমরান, সহসভাপতি মোহাইমিনুল মুনান প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close