reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২০

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির নয়া ভিসি ড. আবদুল আউয়াল খান

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক অধ্যাপক ড. আবদুল আউয়াল খানকে সম্প্রতি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষক হিসেবে তার ৫০-এর অধিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়। তিনি ৬০-এর অধিক এমফিল ও পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. খান ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন সাতুরিয়া গ্রামে ১৯৪৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম রুস্তুম আলী খান ও মাতা মরহুম ছাহেরা খাতুন বিদ্যোৎসাহী ও দানশীল হিসেবে খ্যাত ছিলেন। তিনি ১৯৭০ সালে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার অব কমার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০০০ সালে অধ্যাপক হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। অতঃপর তিনি বিভিন্ন বেসরকারি বিশ^বিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close