reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২০

‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’-এর রজতজয়ন্তী ৩১ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ভ্রমণবিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। শাবিপ্রবি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি জানান ‘রজতজয়ন্তী’ উদ্যাপন কমিটির আহ্বায়ক তানভীর আহমেদ চৌধুরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ট্যুরিস্ট ক্লাব সাস্টে’-এর ২৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। এই দিনে ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট-হুমায়ুন রশিদ চৌধুরী মেধাবৃত্তি ফাউন্ডেশন’-এর উদ্বোধন করা হবে এবং শাবিপ্রবির ১০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হবে। এর আগে ১ জানুয়ারি ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও কেক কাটা হবে। রজতজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। রজতজয়ন্তী উৎসবে সকাল ১০টায় র‌্যালি, সাড়ে ১০টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। এরপর বেলা ১১টায় ট্যুরিস্ট ক্লাব পরিবারের সদস্যদের নিয়ে আড্ডা, বেলা দেড়টায় চড়ুইবাতির মাধ্যমে মধ্যাহ্নভোজ সম্পন্ন হবে। পরবর্তীতে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে। সন্ধ্যা ৫টা বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ফানুস উড়ানো শেষে একই স্থানে কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সান্ধ্যভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

‘ট্যুরিস্ট ক্লাবের সাস্ট’ ১৯৯৫ সালে ১ জানুয়ারি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবিতে প্রথম ‘ট্যুরিস্ট ক্লাব’ হিসেবে আত্মপ্রকাশ করে। সাস্টিয়ানদের শিক্ষার পাশাপাশি ভ্রমণের চাহিদা মেটাতে শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি ও ভ্রমণ বিষয় নিয়ে যাত্রা করেছিল। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close