reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ডিসেম্বর, ২০১৯

ইবিতে আঞ্চলিক রম্য বিতর্ক অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আঞ্চলিক রম্য বিতর্ক ‘আমার জেলায় আমার পেশায় আমিই সেরা’ অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইসলামিক ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) আহ্বায়ক শাহাদাত হোসেন নিশানের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

বিতর্কে যার যার জেলাকে রম্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বিতর্ক প্রতিযোগীরা। প্রশ্ন-তর্কে বিভিন্ন পেশার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারা নিজ নিজ অঞ্চলকে শিক্ষার্থী-দর্শকের মাঝে তুলে ধরেন। এ সময় অঞ্চলভেদে ৮টি চরিত্র তুলে ধরা হয়। চরিত্রের ক্রমানুসারে অঞ্চলভেদে প্রতিযোগীরা হলেন আজিজুল হক পিয়াস (নোয়াখালী), মাহদী হাসান (চাঁপাইনবাবগঞ্জ), রায়হান কবির (চট্টগ্রাম), জান্নাতুল ফেরদাউস নিলা (পুরান ঢাকা), সোহান সাদিক (বগুড়া), রাশেদ মুরাদ (বরিশাল), বিন্দু (কুষ্টিয়া) এবং সাজেদা আক্তার জলি (রংপুর)। এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন আইইউডিএসের আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন, আইইউডিএসের সাবেক সভাপতি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল এবং প্রেস ক্লাবের সভাপতি ফেরদাউস রহমান সোহাগ। এ ছাড়া বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন আইইউডিএসের সদস্যসচিব মুনমুন সুলতানা অন্তরা। আঞ্চলিক প্রতিযোগিতা শেষে সাড়ে ৫টায় প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close