reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০১৯

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বিকালে খুবির শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনে উপাচার্যের দফতরে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় বিশ্ববিদ্যলয়ের চলতি প্রকল্পের নির্মাণাধীন অবকাঠামোর অগ্রগতি পর্যালোচনা ও অন্য প্রকল্পের কাজ নিয়েও আলোচনা হয়। উপাচার্য চলতি প্রকল্পের কাজে তদারকি ও ঠিকাদারের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন এবং বাকি কাজ দ্রুত সম্পন্নের নির্দেশনা দেন।

চলতি প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই নতুন আরো একটি বড় প্রকল্প যেন পেশ করা যায়, সেজন্য তা প্রণয়নের কাজ শুরুর বিষয়টি উল্লেখ করে, সেখানে নতুন দুটি আবাসিক হল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জায়গা সম্প্রসারণে আরো জমি অধিগ্রহণ, ফিল্ড ল্যাব, গবেষণা ল্যাবের উন্নয়ন, ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমের (আইআইএসএসসিই) জন্য পৃথক অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্ত থাকছে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের কাজও চলতি মাসে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মেডিকেল সেন্টার ও আইইআর ভবনের টেন্ডার আহ্বান সম্পন্ন হয়েছে। শিগগিরই কাজের আদেশ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close