reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা

বাংলাদেশের সঙ্গে ভারতের মেঘালয় ও উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলোর যোগাযোগ ও বাণিজ্য সহজতর করতে খুব তাড়াতাড়ি ডাহুকি স্থলবন্দরের ব্যাপক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। তিনি বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে বেশ কয়েকটি খাতে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা জানান। এরমধ্যে রয়েছে পর্যটন, সিমেন্ট, সিরামিক, কৃষিপণ্য ইত্যাদি। পাশাপাশি চট্টগ্রাম বন্দর ব্যবহারের মাধ্যমে এসব রাজ্যের আমদানি-রফতানির সুবিধার কথাও তিনি উল্লেখ করেন।

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ৭ নভেম্বর বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যবিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফজলে কবীর এ দেশের রফতানি প্রক্রিয়াজাত অঞ্চল (ইপিজেড) খুব সহজে বিনিয়োগ সুবিধা নেওয়ার জন্য মেঘালয়ের সরকার ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এনামুল হক। অনুষ্ঠানে মেঘালয়ের শিক্ষামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close