reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০১৯

জাতীয় যুব দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথ আড্ডা’

জাতীয় যুব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভয়’-এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ আড্ডা’। ১ নভেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে বেলা ৩টা ৩০ মিনিটে ২ ঘণ্টাব্যাপী আড্ডাটি শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিক বাপ্পী এবং এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ সুজন আলী, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ ও একই বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসানসহ প্রায় ৫০ জন শিক্ষার্থী। বিকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আড্ডাটি। চাকরিতে প্রবেশের আগে পড়ালেখা চলাকালীন তরুণদের উপার্জন, দেশের বিভিন্ন সমস্যা ও পরিত্রাণের উপায়, দেশের উন্নয়নে যুবকদের ভূমিকা, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয় আড্ডায়। দেশের বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের ভূমিকা কেমন হতে পারে সে বিষয়ে অনুষ্ঠিত হয় আইডিয়া কনটেস্ট। উপস্থিত শিক্ষকদের বিচারে আইডিয়া শেয়ারিং পর্বের সেরা আইডিয়া হিসেবে লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন শুভ বিজয়ী হন। এ ছাড়াও গত মাসে সংগঠনের সেরা ভলান্টিয়ার হিসেবে শাখাওয়াত হোসেন সাকিবকে ‘বেস্ট ডেডিকেটেড স্টার’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

‘নির্ভয়’-এর প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় যুব দিবসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা এই প্রোগ্রামটি আয়োজন করি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের তরুণদের একত্রিত করে সবাই মিলে বিভিন্ন সমস্যা ও সেগুলোর প্রতিকারে আমরা কীভাবে ভূমিকা রাখতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল চড়ুইভাতি। কেন্দ্রীয় খেলার মাঠে সকল স্বেচ্ছাসেবীরা রান্না শেষে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করেন। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভয়’ ২০১৭ সাল থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়নে কাজ করে আসছে। এ ছাড়াও সংগঠনটি শিশু শিক্ষা নিশ্চিতকরণ ও স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নের জন্যও কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close