reporterঅনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর, ২০১৯

সিআইইউতে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ বা রক্তের গ্রুপ পরীক্ষাবিষয়ক দিনব্যাপী কর্মসূচি। নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে সম্প্রতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (এসডব্লিউএস) এই কর্মসূচির আয়োজন করে। এতে রক্তের গ্রুপ পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরো ছিল চলচ্চিত্র প্রদর্শনী। যেখান থেকে অর্জিত অর্থ মেডিকেল ক্যাম্প কর্মসূচির জন্য ব্যয় করা হবে। সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট শিক্ষার্থী এস এম আলী রেজা বলেন, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ভেতর জনসচেতনতামূলক মনোভাব তৈরির পাশাপাশি সমাজের সাধারণ ও দুস্থ মানুষের জন্যও আমরা কাজ করে যাচ্ছি। ক্লাবের সদস্যরা জানান, রক্তদান নিয়ে অনেক শিক্ষার্থীর মনে এখনো সংশয় রয়েছে। তাই অনেকে রক্তের গ্রুপ পরীক্ষা করতে আগ্রহী ছিলেন না। কেউবা মনে করেন রক্ত দিলে রক্তশূন্যতায় ভুগবেন। অনেকের রয়েছে পারিবারিক বিধিনিষেধ। কিন্তু একজন সহপাঠী যখন আরেকজন সহপাঠীকে রক্তের গ্রুপ পরীক্ষার জন্য আহ্বান জানিয়েছেন, তাতে প্রচুর শিক্ষার্থীর সাড়া মেলে কর্মসূচিতে। মোট ১৫০ জন ছাত্রছাত্রী তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন। ছাত্রছাত্রীদের বাইরে ছিলেন তাদের শিক্ষকরাও। সিআইইউ বিজনেস স্কুলের প্রভাষক ও সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ফ্যাকাল্টি ইনচার্জ ইফফাত ইশরাত খান বলেন, মহামূল্যবান জীবন রক্ষায় রক্ত দেওয়া কর্তব্য বলে আমি মনে করি। তাই রক্তের গ্রুপ ঠিক আছে কিনা তা আবারও পরীক্ষা করে নিলাম। সিআইইউ বিজনেস স্কুলের ডিন ও সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ বলেন, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভেতর ইতিবাচক গুণাবলি তৈরি হয়। সিআইইউতে পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রম একে অপরের পরিপূরক বলে উল্লেখ করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close