reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০১৯

শাবিপ্রবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ১৭ অক্টোবর শাহপরাণ হলের প্রভোস্ট ড. মিজানুর রহমান বিষয়টি জানান।

অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ২০১৯-২০ সেশন থেকে শাহপরাণ হলের এ ব্লকে ১০১ নম্বর রুম বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের হলে আগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোনো আবাসনের ব্যবস্থা ছিল না। আমরা তাদের পড়াশোনার সুবিধার কথা বিবেচনা করে এ উদ্যোগ নিয়েছি।’

আমরা যদি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করি তাহলে অভিভাবকরা তাদের সন্তানদের আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে আরো বেশি আগ্রহী হবেন। প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন সাধারণ শিক্ষার্থীদের মতো আবাসিক সুবিধা পায় এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close