reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০১৯

ইবিতে শেখ রাসেলের জন্মদিন উদ্‌যাপিত

পুষ্পার্ঘ্য অর্পণ, কেককাটা, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। ১৯ অক্টোবর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য ড. হারুন-উর-রশিদ আসকারী। পরে হলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ। এছাড়াও পরিবহন প্রশাসক ড. রেজওয়ানুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) ড. পরেশ চন্দ্র বর্মণ, ড. কাজী আখতার হোসেন, ড. মাহবুবর রহমান, হাউস টিউটর প্রদীপ কুমার অধিকারী, মো. আবদুল্লাহ আল-মাসুদ, মো. আনিচুর রহমান, লিটন বরণ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এর আগে ১৮ অক্টোবর বাদজুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং বাদ এশা শেখ রাসেল হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close