reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০১৯

শাবিতে ‘সিলেট বিভাগীয় আন্তঃস্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগীয় স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা ‘সাস্ট ডিভিশনালস ২০১৯’ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট (সাস্ট-এসডি)’ এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে স্কুল পর্যায়ে বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাবকে (ডিবিসি) পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অগ্রগামী ডিবেটিং ক্লাব (এডিসি)। স্কুল পর্যায়ে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন অগ্রগামী ডিবেটিং ক্লাবের নিশাত তাহিয়াত প্রমী। এ ছাড়া ওপেন চ্যাম্পিয়ন (স্কুল ও কলেজ) পর্যায়ে সিলেট মডেল কলেজকে পরজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাব। ওপেন চ্যাম্পিয়ন (স্কুল ও কলেজ) পর্যায়ে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাবের সৈয়দ আহলান জহিদ।

পরে প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহকালী অধ্যাপক মাহমুদ হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাফিকস গ্যালারির ইমন তালুকদার, সাবেক সভাপতি কাজী খায়রুন নাহার, সাবেক সাধারণ সম্পাদক মকবুল চৌধুরী অমিত, বর্তমান সভাপতি ত্রিদীপ সেনসহ সাবেক ও বর্তমান সদস্যরা। এ সময় আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

শনিবার সকাল ৯টায় থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতা শুরু হয়। সিলেট বিভাগের ১৬টি স্কুল ও কলেজ নিয়ে এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে এই প্রতিযোগিতাটি হয়। ১৬টি টিম নিয়ে এই টুর্নামেন্টটি মূলত ওপেন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close