reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০১৯

আন্তর্জাতিক কনফারেন্সে ফেনী ইউনিভার্সিটির গবেষণাপত্র

ভারতের আন্তর্জাতিক কনফারেন্সে প্রকাশনার জন্য গৃহীত হয়েছে ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবিহা সানজিদা আহমেদ ও ইসমাইল সিদ্দিকী ইমনের দুটি গবেষণাপত্র। তাদের করা ‘অপিনিয়ন মিনিং অব বেঙ্গলি অনলাইন রিভিউস রিটেন উইথ ইংলিশ অ্যালফাবেটস ইউজিং মেশিন লার্নিং অ্যাপ্রচেস’ ও ‘এ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (পিএলবি) অ্যাপ্রচেস’ শিরোনামে গবেষণাপত্র দুটি তামিলনাড়–র পিপিজি ইনস্টিটিউট অব টেকনোলজি আয়োজিত আইসিসিইএস-২০১৯ স্প্রিং কনফারেন্সে উপস্থাপনের জন্য গৃহীত হয়েছে; যা পরবর্তীতে স্প্রিং লেকচারার নোটস অন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশিত হবে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। আগামী ১৫-১৬ নভেম্বর ভারতের কয়েম্বাটরে পিপিজি ইনস্টিটিউট অব টেকনোলজিতে গবেষণাপত্র উপস্থাপনের জন্য যাওয়ার কথা রয়েছে এই দুই শিক্ষার্থীর। গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থী সাবিহা সানজিদা আহমেদ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সপ্তম ব্যাচ এবং ইসমাইল সিদ্দিকী ইমন ১০ম ব্যাচের শিক্ষার্থী। ফেনী ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ড. সাইফুদ্দিন শাহ শিক্ষার্থীদের এই কৃতিত্বের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close