reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

শেকৃবি এগ্রিকালচার বোটানি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিকালচার বোটানি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মূলত জুলাই-ডিসেম্বর সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ হলেও জানুয়ারি-জুন সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনিবার্য কারণবশত অনুষ্ঠিত না হওয়ায়, দুই সেশনের শিক্ষার্থীদের একসঙ্গে বিভাগে বরণ করে নেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিভাগের ল্যাবরেটরি রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের চেয়ারম্যান ড. কামরুন নাহারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. সেকান্দার আলী।

বিশেষ অতিথির বক্তৃতায় উপ-উপাচার্য বলেন, ‘এগ্রিকালচার সেক্টরের ৯০ শতাংশ বোটানির সঙ্গে সংযুক্ত। সেজন্য বোটানির ছাড়া এগ্রিকালচার কখনোই ভাবা যায় না। এগ্রিকালচারে এগিয়ে যেতে হলে অবশ্যই বোটানি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।’ প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ‘সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। তারা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এ ছাড়া দেশেও বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরিতে শেকৃবির শিক্ষার্থীরা সর্বাধিক হারে নিয়োগ পাচ্ছে। বিসিএসসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানের দিক দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনেক ওপরে রয়েছে।’ তিনি শিক্ষার্থীদের একাডেমিকের পাশাপাশি চাকরির পড়াশোনায় মনোনিবেশের জন্য উপদেশ দেন। অনুষ্ঠানে ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close