reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

ইউল্যাবে ‘দ্য সোশ্যাল নর্মস থিওরি’ শীর্ষক কারিকুলাম ইন্টিগ্রেশন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের উদ্যোগে ‘দ্য সোশ্যাল নর্মস থিওরি’ শীর্ষক কারিকুলাম ইন্টিগ্রেশন (সিআই) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ‘মিডিয়া প্রেজেন্টেশন অ্যান্ড পারফরম্যান্স’ কোর্স থেকে এমএসজে বিভাগের শিক্ষার্থীরা সোশ্যাল নর্মস থিওরির ওপর ‘রাষ্ট্রের জবানবন্দি’ শীর্ষক একটি নাটক আয়োজন করে। নাটকটির গল্প ও দৃশ্যপট লিখেছেন আশিকুর রহমান অনিক। এরপর ‘বাংলাদেশের সাংবাদিকরা সমাজের প্রথাসিদ্ধ আচরণের প্রকৃত চিত্র’ বিষয়ে বিতর্কের আয়োজন করা হয়, যার সঞ্চালক হিসেবে ছিলেন আমিনুল ইসলাম। এর পক্ষে অবস্থান নিয়ে আলোচনা করেছেন আকিব খান ও চন্দ্রিমা চৌধুরী এবং কোচ ছিলেন ইউল্যাবের শিক্ষক আমিনুজ্জামান আমিন ও শিক্ষার্থী এ এস এম সাদ। অন্যদিকে বিপক্ষে অবস্থান করেন দোলনচাঁপা দত্ত ও শুভাশিস দাস রয় এবং কোচ ছিলেন ইউল্যাবের শিক্ষক নন্দিতা তাবাসসুম ও শিক্ষার্থী আওয়াল ইব্রাহিম। দুইপক্ষেরই সমান যুক্তি থাকাতে দুই দলকেই জয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর অর্ণব চক্রবর্তী। তিনি বলেন, থিওরি ও সোসাইটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে, যা ইউল্যাবের শিক্ষার্থীরা তুলে ধরতে সক্ষম হয়েছে এবং তারা সমাজের জন্য অনেক বড় উদাহরণ। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ.এম.জহিরুল হক বলেন, এমএসজে বিভাগের শিক্ষার্থীদের কাজ ও প্রডাকশনের জন্য বাংলাদেশে মিডিয়া ইন্ডাস্ট্রিতে ইউল্যাব এগিয়ে আছে। এছাড়াও এমএসজে বিভাগের প্রধান অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো সকল শিক্ষার্থীদের তাদের কাজের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল চলচ্চিত্র প্রদর্শনী। এ সময় এমএসজে বিভাগের শিক্ষার্থীদের তৈরি প্রডাকশন বড় পর্দায় প্রদর্শিত হওয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close