reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০১৯

ঢাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন অক্টোবরে চলবে রেজিস্ট্রেশন

জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (ডানমুন) ২০১৯’ শুরু হবে অক্টোবরে। তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। এ লক্ষ্যে রেজিস্ট্রেশন চলছে, যা শুরু হয় গত ২৩ আগস্ট।

৮ সেপ্টেম্বর রোববার সম্মেলনের আয়োজক ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের (ডিইউমুনা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি ২০১২ সাল থেকে নিয়মিত ছাত্র সম্মেলনের আয়োজন করে আসছে যাকে বাংলাদেশ বৃহত্তম ছাত্র সম্মেলনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রতি বছর সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ ও জাতিসংঘে বাংলাদেশ শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। গতবারের মতো এ বছরও থাকবে ১১টি কমিটি। এরমধ্যে উল্লেখযোগ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংস্থা, অর্থনৈতিক এবং আর্থিক সংস্থা, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ অন্যান্য কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রে দুই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ বছর ডানমুনার অষ্টম আয়োজনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসার পরিকল্পনা করেছেন আয়োজকরা। সেই লক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close