reporterঅনলাইন ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

সিকৃবিতে সিওয়াইবির নতুন কমিটি

সভাপতি রায়হান, সম্পাদক মুজাহিদ

ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা, তরুণ ভোক্তাদের সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) দ্বিতীয়তম কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ভেটেরিনারি এনিম্যাল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী রায়হান মাহমুদ লস্করকে সভাপতি ও একই বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

সিওয়াইবির কেন্দ্রীয় সংগঠনের অনুমোদক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে টেলিকনফারেন্সে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ। আগামী এক বছরের জন্য ঘোষিত এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মেডিসিন বিভাগের শিক্ষক ড. শাহিদুর রহমান ও ইপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ড. ইরতিজা আহসান। কমিটিতে অন্যান্য হলেন সহসভাপতি রাহুল পাল, মিল্টন রায়, নিলোতপল দে ও মো. মোশাররফ হোসাইন। যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ মো আরিফ, ফাহমিদা আক্তার, আইরিন জেরিন জেসি ও নাতাসা তাসনিয়া শিপ্রা। সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কানন তালুকদার ও প্রলয় চক্রবর্তী, অফিস সম্পাদক সানজিদা অর্পা, অর্থ সম্পাদক তিলোত্তম তূর্য, সহকারী অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান সুজন, পরিকল্পনা ও গবেষণা সম্পাদক উত্তোমা আচার্য, সহকারী পরিকল্পনা ও গবেষণা সম্পাদক জাহান আল নূর সাদী, গণ্যমাধ্যমবিষয়ক সম্পাদক শবনম সিফা, সহকারী গণ্যমাধ্যমবিষয়ক সম্পাদক মো. মাহদী হাসান, প্রচার সম্পাদক দেবাশিষ বিশ্বাস, ভোক্তা অধিকার সম্পাদক চয়ন রাজ ঘোষ, সহকারী ভোক্তা অধিকার সম্পাদক শ্রাবন্তি বণিক, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পদক মো আল ইবনে রিফাত, সহকারী তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পদক আমিনুল হক শেখ তানিম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সূচনা আক্তার, সহকারী সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জি.এম কিবরিয়া ও তাজমিন আরা, ক্রিড়া ও সাংস্কৃতিবিষয়ক সম্পাদক অমিও দাস, সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিবিষয়ক সম্পাদক কলিম উদ্দিন, প্রোগ্রামবিষয়ক সম্পাদক তাসফিয়া তাহজিন, কার্যকরী সদস্য নাইমুল ইসলাম, রায়হানুল হক ফাহিম, শাওন দেবনাথ নিলয়, জাহিদ খান, রিয়াজুল ইসলাম ইসমাম, হাবিবা সুলতানা খুশি, ফারদাহ চৌধুরী ও আফরোজা আফরিন প্রিমা। উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্রগ্রাম, শাবিপ্রবি, সিকৃবি, হাবিপ্রবি, যবিপ্রবি, বেরোবি, গণবিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close