reporterঅনলাইন ডেস্ক
  ০১ সেপ্টেম্বর, ২০১৯

শাবিপ্রবিতে বিজ্ঞান বিষয়ক কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিজ্ঞানবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়েরর মিনি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় স্কুল অব লাইফ সায়েন্সের ডিন ড. শামসুল হক প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামের জেন্ট ইউনিভার্সিটির অ্যাকুয়াকালচার অ্যান্ড আর্টেমিয়া রেফারেন্স সেন্টারের ডিরেক্টর ড. পিটার বশিয়ার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের উচিত বিজ্ঞান সম্পর্কে জানা। এ সেমিনারের মাধ্যমে আমরা বিজ্ঞান জগৎ সম্পর্কিত জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারব। এমন শিক্ষণীয় সেমিনার আয়োজনে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close